লালমনিরহাট বার্তা
চাচাকে হারিয়ে ভাতিজার বিজয়
শেখ আবদুল আলিম, বিশেষ প্রতিনিধি | ২২ মে, ২০২৪, ৭:৫৫ AM
চাচাকে হারিয়ে ভাতিজার বিজয়

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চাচাকে হারিয়ে ভাতিজা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেবদাস কুমার রায় (বাবুল) ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিউলী রানী রায়।

মঙ্গলবার (২১ মে) কালীগঞ্জ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেও শুরু থেকেই একজন প্রার্থী নিস্ক্রিয় ছিল। ভোটার উপস্থিতি কম থাকলেও দুই প্রার্থী চাচা-ভাতিজা মধ্যে তীব্র প্রতিদ্ব›িদ্বতা হয় । শেষ পর্যন্ত গভীর রাতে (২১ মে) বেসরকারি ভাবে প্রাথমিক ফলাফল ঘোষনা করেন সহকারি রিটার্নিং অফিসার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহির ইমাম। এতে সাবেক মন্ত্রী-পুত্র রাকিবুজ্জামান আহমেদ(আনারস প্রতীক) ২৪ হাজার ৩০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি চাচা মাহবুবুজ্জামান আহমেদ (ঘোড়া প্রতীক) ১৯ হাজার ৩৫০ ভোট পান।

ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে, দেবদাস কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব) ১২ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আবির হোসেন চৌধুরী ভোট পান ১২ হাজার ৯০৫ টি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪জন প্রার্থী। তাদের মধ্যে শিউলী রানী রায় (হাঁস প্রতীক) ১৮ হাজার ১২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজনীন রহমান (ফুটবল প্রতীক) ভোট পান ১২হাজার ১২টি।

কালীগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটা সংখ্যা ২লক্ষ ১৩হাজার ৯৫২টি। তন্মধ্যে নির্বাচনী ফলাফল তালিকা অনুযায়ী প্রদত্ত ভোট সংখ্যা ৪৫ হাজার২৭৮টি। চেয়ারম্যান পদে বাতিল ভোট ১২ শ ৮৮টি এবং ভাইস চেয়ারম্যান পদে বাতিল ভোট ৩ হাজার ৩০২ টি। এতে দেখা যায় শতকরা ২১.১৩% হার ভোটার নির্বাচনে উপস্থিতি ছিল। উল্লেখযোগ্য তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

এদিকে, হেরে যাওয়া চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ (ঘোড়া প্রতীক) এর নির্বাচনী এজেন্ট তাঁর পুত্র ব্যারিস্টার আহমেদ মেলভিন ভোটে অনিয়ম,কারচুপির অভিযোগ এনে রাত দেড়টার দিকে তাৎক্ষনিক সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনী ফলাফল মেনে না নেয়ার কথা ঘোষনা দেন।

এই বিভাগের আরও খবর