লালমনিরহাট বার্তা
রংপুরে মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরীর ইন্তেকাল
রংপুর অফিস | ৫ জুল, ২০২৩, ৪:২৮ AM
রংপুরে মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরীর ইন্তেকাল

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রংপুর জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী নগরীর শালবন নিবাসী হাসনা চৌধুরী ইন্তেকাল করেছেন।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্বামী সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন, এক ছেলে, পূত্রবধু, নাতনিসহ অসংখ্য গুণ গ্রাহি রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালের ১৫ জুন কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি দেবালয় গ্রামের এক সম্ভ্রন্ত পরিবারে হাসনা চৌধুরীর জন্ম। তার পিতার নাম আকবর আলী চৌধুরী। কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। ১৯৭৪ সালে রংপুরের কমিউনিস্ট পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সাথে তিনি বিবাহ বন্ধনে আবন্ধ হন।বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন।পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকুরিতে যোগদান করেন। ২০১১ সালে তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেন।তিনি বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, রংপুর জেলা কমিটির সভাপতি, জেলা সিপিবি’র সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। রংপুর ও জাতীয় পর্যায়ে নারী অধিকার আদায় সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সফল নেত্রী হিসাবে নিজে উৎসর্গ করেছিলেন।ট্রেড ইউনিয়নের নেত্রী হিসাবে কাজ করেছেন।জানাজার নামাজ বুধবার (৫ জুলাই) দুপুর ২টায় রংপুর নগরীর আরসিসিআই স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে নুরপুর কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হবে। এর আগে সকাল ১১টায় নগরীর স্টেশন রোডস্থ বাংলাদেশের কমিউনিস্ট পাটি-সিপিবি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। হাসনা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর প্রেসক্লাব, বাংলাদেশের কমিউনিস্ট পাটি-সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও মহিলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ ।

এই বিভাগের আরও খবর