লালমনিরহাট বার্তা
বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মার্করামের
ইত্তেফাক | ৭ অক্টো, ২০২৩, ২:১২ PM
বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মার্করামের

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪২৯ রানের বিশাল টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে সেঞ্চুরি করেছেন কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডুসেন ও এইডেন মার্করামে। ৪৯ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মার্করাম।এর আগে ৫০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি মালিক ছিলেন আয়ারল্যান্ডে ব্যাটার কেভিন ও'ব্রেইন। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন এই আইরিশ ব্যাটার। তার সেই রেকর্ড নিজের দখলে নিলেন মার্করাম।

১৪ চার ও ৩ ছক্কায় ৫৪ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মার্করাম। তার এমন মারমুখী ইনিংসে ভর করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে প্রোটিয়ারা।

এই বিভাগের আরও খবর