লালমনিরহাট বার্তা
ভিনিসিয়াসের প্রতি বর্ণবাদী আচরণ জরিমানার সঙ্গে শাস্তিও পেল ৭ সমর্থক
ইত্তেফাক | ৬ জুন, ২০২৩, ২:৪৪ PM
ভিনিসিয়াসের প্রতি বর্ণবাদী আচরণ জরিমানার সঙ্গে শাস্তিও পেল ৭ সমর্থক

রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের কারনে বেশ কয়েকজন সমর্থককে জরিমানা ও শাস্তি দিয়েছে স্প্যানিশ সরকার।

জানুয়ারিতে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে অপমানজক একটি মূর্তি ঝুলানোর অপরাধে চার সমর্থককে ৬০ হাজার ইউরো জরিমানা ও দুই বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মে মাসে লা লিগার ম্যাচে ২২ বছর বয়সী ভিনিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে ৫০০০ ইউরো জরিমানা ও এক বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞ দেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে এই শাস্তি প্রত্যাশিতই ছিল। ভ্যালেন্সিয়া ইতোমধ্যেই তার তিন সমর্থককে আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করেছে। এই ঘটনায় ভ্যালেন্সিয়াকে ২৭ হাজার ইউরো জরিমানা করা হয়েছে এবং মেস্তালা স্টেডিয়ামের একাংশ তিন ম্যাচের জন্য বন্ধ ঘোষনা করেছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।

ভ্যালেন্সিয়ার ঐ সাতজনকে দুইদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে আরো তদন্তের জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা হতে পারে।

এদিকে, বর্ণবাদের বিরুদ্ধে পুরো বিশ্ব যখন সরব ঠিক সে সময়ই স্প্যানিশ ফেডারেশন ও ব্রাজিলিয়ান কনফেডারেশন ঘোষণা দিয়েছে ব্রাজিলের বিপক্ষে স্পেন একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায়। এই ম্যাচের মাধ্যমে উভয় দেশই যে বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তা প্রমাণিত হবে। আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

ব্রাজিলিয়ান ফেডারেশন ভিনিসিয়াসের পক্ষে শক্ত অবস্থান না নেওয়ায় স্প্যানিশ ফুটবল ও স্থানীয় কর্তৃপক্ষের কঠোর সমালোচনাও করেছে।

এই বিভাগের আরও খবর