লালমনিরহাট বার্তা
আদিতমারীতে এলএসডি রোগ প্রতিরোধে ভ্যাকক্সিন ক্যাম্প
রেজাউল করিম রাজ্জাক, আদিতমারী | ৭ আগ, ২০২৩, ১১:৫৪ AM
আদিতমারীতে এলএসডি রোগ প্রতিরোধে ভ্যাকক্সিন ক্যাম্প

সারাদেশে যখন গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগ মহামারি আকারে দেখা দেয় এবং গবাদিপশু মারার যাচ্ছে। ঠিক সেই মুহুর্তে লালমনিরহাট আদিতমারী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সোমবার (৭ আগষ্ট) উপজেলা কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও ভেটেরিনারি মেডিল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এলইও,ভিএফএ,এলএসপি ও স্বেচ্ছাসেবকগন অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন প্রদান করেন।

এই বিভাগের আরও খবর