লালমনিরহাট বার্তা
আদিতমারীতে পাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
রেজাউল করিম রাজ্জাক, আদিতমারী | ২৭ মে, ২০২৪, ৯:৫৬ AM
আদিতমারীতে পাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

লালমনিরহাট আদিতমারী উপজেলা সারপুকুর টেপারহাট এলাকায় সোমবার (২৭ মে) দুপুরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (৩য় পর্যায়) আওতায়, সাপ্টীবাড়ী ইউপি চৌরাস্তার জেড আর মোড়- কুমড়ীরহাট পাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাবেক সমাজকল্যান মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।

এলজিইডি আদিতমারীর বাস্তবায়নে ১.৫০ কিলোমিটার (১৫ শত) কিলোমিটার রাস্তা কাজের ১ কোটি প্রায় ৩১ লক্ষ ৮৭ হাজার ৮৯২.৪ টাকা ব্যায়ে এ কাজের উদ্বোধনন করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রোকৌশলী (অতিঃ দায়িত্বে) আলী হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনসুর উদ্দিন সরকার,সাপ্টীবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব ও সাবেক এপিএস ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও সারপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলী প্রমূখ।

এই বিভাগের আরও খবর