লালমনিরহাট বার্তা
সিরিয়ার সামরিক বাহিনী বলছে ইসরাইলি বিমান আক্রমণে দু’জন সৈন্য আহত
ভয়েস অফ আমেরিকা | ৪ অক্টো, ২০২৩, ৮:৩৪ AM
সিরিয়ার সামরিক বাহিনী বলছে ইসরাইলি বিমান আক্রমণে দু’জন সৈন্য আহত

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলছে সোমবার তাদের সামরিক চৌকিতে ইসরাইলের বিমান হামলায় তাদের দু জন সৈন্য আহত হয়েছে। মন্ত্রক বলছে সোমবার স্থানীয় সময় মধ্যরাতের একটু আগে সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল জোরের কাছে “ ইসরাইলি শত্রুরা”এই হামলা চালায়। এই বিমান হামলা সম্পর্কে ইসরাইলের সামরিক বাহিনী কোন মন্তব্য করেনি।

অনেক বছর ধরেই ইসরাইল কখনো কখনো সিরিয়ার সামরিক চৌকির উপর বিমান হামলা চালিয়ে থাকে। তারা বলে এটি ইরান সমর্থিত বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার সময় এবং গণত্ন্ত্রবাদী আরব বসন্ত শুরু হওয়ার সময় থেকেই ইরান ক্রমবর্ধমান ভাবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে সমর্থন করে আসছে।

১২ বছর ব্যাপী এই সংঘাতে পাঁচ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং এ লড়াই ব্যাপক সংঘাতে পরিণত হওয়ায় এতে ইরান ও রাশিয়া জড়িয়ে পড়লে লক্ষ লক্ষ লোক তাদের ঘর-বাড়ি ছাড়তে ব্যর্থ হয়।

এই বিভাগের আরও খবর