লালমনিরহাট বার্তা
মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ও তৈরীর উপকরন সহ প্রতারক চক্রের ৪ জন সদস্য আটক
রংপুর অফিসঃ | ১ অক্টো, ২০২১, ১২:০১ PM
মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ও তৈরীর উপকরন সহ প্রতারক চক্রের ৪ জন সদস্য আটক
রংপুর এবং নীলফামারী ডিমলায় অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ও তৈরীর উপকরন সহ প্রতারক চক্রের ৪ জন সদস্যকে র‌্যাব-১৩ গ্রেফতার করেছে। আটককৃত প্রতারক ভূয়া মুক্তিযোদ্ধা কার্ড তৈরীসহ বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারনার কথা স¦ীকার করে বলে র‌্যাব জানায়। তাদের কাছে থেকে ভূয়া মুক্তিযোদ্ধা কার্ড-১২৩ টি,ভূয়া সীল -২০ টি, টাকা আদায়ের রশিদ বহি-১৪ টি,এবং বিভিন্ন অবৈধ কাগজপত্র জব্দ করা হয় ।
মাহমুদ বশির আহমেদফ্লাইট লেঃ সহকারী পরিচালক (মিডিয়া)র‌্যাব-১৩,সিপিএসসি,রংপুর এক প্রেস বার্তায় জানান, একটি প্রতারক চক্র বহুদিন যাবত মুক্তিযোদ্ধা সদস্যপদ দেয়ার প্রস্তাব এবং মুক্তিযোদ্ধা ভাতা বাবদ টাকা পাওয়ার জন্য “৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ” এর নামে মুক্তিযোদ্ধা কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ।এই সংবাদের ভিক্তিতে সিপিএসসি,র‌্যাব-১৩,রংপুর অভিযোগ পত্র আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযোগ টি প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত হওয়ায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখে নীলফামারী, ডিমলা এবং রংপুর মহানগরীর,মর্ডান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ সফিয়ার রহমান (৫২) নীলফামারী, মোঃ ইব্রাহিম মিয়া (৫১),রংপুর, মোঃ সাদেক আলী (৫১), রংপুর, মোঃ জয়নাল আবেদীন (৬২),রংপুর’কে গ্রেফতার করে এবং তাদের কাছে থেকে ভূয়া মুক্তিযোদ্ধা কার্ড-১২৩ টি,ভূয়া সীল -২০ টি, টাকা আদায়ের রশিদ বহি-১৪ টি,এবং বিভিন্ন অবৈধ কাগজপত্র জব্দ করা হয় ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত প্রতারক ভূয়া মুক্তিযোদ্ধা কার্ড তৈরীসহ বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারনার কথা স¦ীকার করে। আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরও খবর