লালমনিরহাট বার্তা
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমন্বয় জরুরি- রাশেদা সুলতানা
তথ্যবিবরণী | ৩১ মার্চ, ২০২৪, ১২:১৩ PM
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমন্বয় জরুরি- রাশেদা সুলতানা

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমন্বয় জরুরি। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

রবিবার (৩১ মার্চ) রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন, ২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এসব কথা বলেন। রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় রংপুর বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা-সহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আসন্ন উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের উপর গুরুত্বারোপ করে নির্বাচন কমিশনার বলেন, ভালো নির্বাচন উপহার দেওয়া সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব। নির্বাচনি আচরণবিধি যেন কেউ লঙ্ঘন করতে না পারে, তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর