লালমনিরহাট বার্তা
নীলফামারীর সৈয়দপুরে ৭ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ
তথ্যবিবরণী | ৩ এপ্রি, ২০২৪, ৯:১৭ AM
নীলফামারীর সৈয়দপুরে ৭ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ

সমাজসেবা অধিদফতরের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে ৭ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৪ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন।

উল্লেখ্য, সমাজসেবা অধিদফতর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৩-২০১৪ অর্থবছর থেকে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত গরিব রোগীদের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করে। গত ১০ বছরে এ কর্মসূচির আওতায় সারা দেশে মোট ১ হাজার ৩৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর