লালমনিরহাট বার্তা
লালমনিরহাটের ৩টি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ২৬ জন
বার্তা অনলাইন ডেস্ক | ৩০ নভে, ২০২৩, ১২:১১ PM
লালমনিরহাটের ৩টি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ২৬ জন

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে  মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলার ৩টি আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ২৭ জন। জমা দিয়েছেন মোট ২৬ জন।

লালমনিরহাট-১ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং সবাই নির্ধারিত সময়ে অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে তা জমা দেন। ২ আসনে ১১ প্রার্থীর মধ্যে জমা দেন দশ জন। এছাড়া লালমনিরহাট ৩ আসনে আট জনের মধ্যে সকলেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) লালমনিরহাট-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগের টানা পাঁচ বাবের নির্বাচিত এমপি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান প্রধান , জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর মনোনীত প্রার্থী হাবীব মোহাম্মদ ফারুক, ইসলামি ফ্রন্ট আজম আজহার হোসেন, আমজাদ হোসেন তাজু স্বতন্ত্র প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান হাতীবান্ধা উপজেলা পরিষদ, মানিকুর রহমান জাকের পার্টি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বসুনিয়া জাতীয় পার্টি, আব্দুল বাকি স্বতন্ত্র।

দুপুরে  লালমনিরহাট ২ আসনে মনোনয়ন জমা দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক,  হালিমা খাতুন, রবীন্দ্রনাথ বর্মণ, জাতীয় পার্টির সাবেক প্রকৌশলী দেলোয়ার হোসেন, জাকের পার্টির রজব আলী, বাংলাদেশ কংগ্রেসের দেলাববর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত,গনতন্ত্র পার্টির সুবৃত্তি রানী , এনপিপির শরিফুল ইসলাম ও মুসলিমলীগের বাদশা মিয়া।

এদিকে জেলা প্রশাসকের নিকট মনোনয়ন পত্র জমা দেন লালমনিরহাট-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। এছাড়াও জাতীয় পার্টির জাহিদ হাসান লিমন, স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর,  জাকের পার্টি সফিজ্জামান মিয়া, জাসদ থেকে আজমুল হক পাটোয়ারী, বাংলাদেশের সাম্যবাদী দলের - আশরাফুল আলম এবং ন্যাশনাল পিপলস পার্টির শ্রী হরিশ চন্দ্র রায় মনোনয়ন জমা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর