লালমনিরহাট বার্তা
ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার | ২২ এপ্রি, ২০২৪, ৫:৩৩ AM
ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে লালমনিরহাটের জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী বলেন, নিজেকে ভালো থাকতে হবে। কারণ সবাই আমরা ভোক্তা। তাই কেউ যেন প্রতারিত না হই, সে বিষয়ে সচেতন হতে হবে। ক্যাবের কার্যক্রম সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ জন্য ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা কমিটি গঠন করে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শনিবার বিকেলে টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর হল রুমে ক্যাব লালমনিরহাটের জেলা কমিটির সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামিল চৌধুরী বলেন, প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সর্ম্পক বাড়াতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সাথে সার্বক্ষণিক কাউন্সিলিং করতে হবে। সময় পেলেই নিজেরা বসে আলোচনা করবেন। এতে করে ক্যাবের গতিশীলতা বাড়বে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। পাশাপাশি ভোক্তারা সচেতন হবে।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।

ক্যাব লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন বলেন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের এ সফর একটি মাইলফলক হয়ে থাকবে।

এদিকে এ সফরকে ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারাও খোঁজখবর নিয়েছেন।

এই বিভাগের আরও খবর