লালমনিরহাট বার্তা
কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা
স্টাফ রিপোর্টার | ৮ ডিসে, ২০২১, ১১:০১ AM
কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু, সোনারহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোতালেব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ও ফিডার আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে ছাত্রী, কিশোরী ও নারীরা অংশ নেয়।
বক্তারা নারীর ক্ষমতায়ন, নারী সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগের মধ্যে নারীর ক্ষমতায়ন একটি। দেশ গড়ার লক্ষে বাল্যবিবাহ বন্ধসহ নারীদের স্বাবলম্বী করে তুলতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তুলতে নারীদের এগিয়ে আসতে হবে। নারী পুরুষ সমান তালে সমদক্ষতায় কাজ করতে হবে।
এই বিভাগের আরও খবর