লালমনিরহাট বার্তা
সমঝোতার সময় এখনো আছে: জাপা মহাসচিব
বার্তা অনলাইন ডেস্ক | ১৬ নভে, ২০২৩, ৬:১৫ AM
সমঝোতার সময় এখনো আছে: জাপা মহাসচিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা আশা করেছিলাম সব দলকে নিয়ে মিলেমিশে আলোচনার মাধ্যমে সমঝোতার একটি পথ বের করা হবে। এটা হলে ভালো হতো। তবে তপশিল ঘোষণা হলেও সমঝোতার সময় এখনো আছে। সরকারি দল আলোচনার উদ্যোগ নিতে পারে, নির্বাচন কমিশনও (ইসি) চাইলে পারে। ঐকমত্য হলে প্রয়োজনে তপশিল পেছানোও সম্ভব।

জাপা মহাসচিব বলেন, তপশিল ঘোষণা হলেও আমরা মনে করি, নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। পরিবেশ তৈরি হলে জাপা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে।

এর আগে গতকাল বুধবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুজিবুল হক চুন্নু বলেন, তপশিল ঘোষণার সাংবিধানিক বাধ্যবাধ্যকতা রয়েছে। তবে সাংবিধানিক সময়সীমার মধ্যেই আলোচনা বা সংলাপের মাধ্যমে সমঝোতা করে সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন করা হলে সেটা দেশের জন্য মঙ্গল হবে

এই বিভাগের আরও খবর