লালমনিরহাট বার্তা
জুডো প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতলেন খালেদুল হাসান মিলু
স্টাফ রিপোর্টারঃ | ২৫ জানু, ২০২২, ১১:৪৭ AM
জুডো প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতলেন খালেদুল হাসান মিলু
এনামুল হক সরকার, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জুডো ফেডারেশন আয়োজিত দুইদিন ব্যাপী ৩৭তম জাতীয় জুডো প্রতিযোগিতায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৫টি ম্যাচে লড়াই করে ৬৬ কেজী ওজন শ্রেনীতে গত শনিবার স্বর্ণপদক জিতলেন বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃতি সন্তান খালেদুল হাসান মিলু।বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ২০১৭ সালে ২টি স্বর্ণ পদক ও ২০১৮ সালে জুডো প্রতিযোগিতায় লড়াই দলগতভাবে আরো ২টি স্বর্ণ পদক জয় করে। খালেদুল হাসান মিলু ২০২০ সালে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে রৌপ্য পদক অর্জন করেন এবং ২০২১ সালে কাতারে জুডো প্রতিযোগিতায় লড়াই করেন। তিনি ২০১৯ সালে এশিয়ান প্যাসিভিক জুডো চ্যাম্পিয়ন লীগে দুবাইতে ৪৫টি দেশের মধ্যে রেকর্ড করেন।খালেদুল হাসান মিলু রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।পরিবারের তিনবোনের ছোট খালেদুল হাসান মিলু ছোটো বেলা থেকেই বিভিন্ন ক্রীড়াশৈলীর অধিকারী ছিলেন।স্বর্ণপদক বিজয়ী রাজারহাটে উপজেলার কৃতি সন্তান খালেদুল হাসান মিলু 'দৈনিক আমার সংবাদ প্রতিবেদককে জানান,আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের হয়ে অলিম্পিক গেমস খেলবো এবং দেশকে অলিম্পিক মেডেল জয় করে দিতে চাই।আমি দেশবাসীর কাছে দোয়া চাই,আমি যেনো আগামীতে আরো ভালো কিছু করতে পারি।
এই বিভাগের আরও খবর