লালমনিরহাট বার্তা
তিস্তা নদীর ব্যাপক ভাঙ্গণে হুমকির মুখে চড়গোকুন্ডা গ্রাম
স্টাফ রিপোর্টারঃ | ২৮ জুন, ২০২২, ৬:৪১ AM
তিস্তা নদীর ব্যাপক ভাঙ্গণে হুমকির মুখে চড়গোকুন্ডা গ্রাম
তিস্তা নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় তীব্র ভাঙ্গণ দেখা দিয়েছে। তম্মধ্যে সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর পূর্বে চড়গোকুন্ডা গ্রামটিতে ব্যাপক ভাঙ্গণের ফলে ১৫-২০ টি বাড়ি অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে। কয়েক একর জমির ফসল ও আবাদি জমি নদী গর্ভে বিলীনর হয়ে গেছে।
তিস্তা নদীর ভাঙ্গণ কবলিত এলাকা থেকে ৩০০ গজের মধ্যে চড়গোকুন্ডা কমিউনিটি ক্লিনিক রয়েছে। ভাঙ্গণ প্রতিরোধে অতিদ্রæত ব্যবস্থা গ্রহণ না করা হলে কমিউনিটি ক্লিনিক ও চরগোকুন্ডা গ্রামের শতাধিক বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এ গ্রামের মানুষ আতংকে দিনাতি পাত করছে। অনেকেই নদী ভাংগনের আশঙ্কায় বাড়ি ঘর অন্যত্রে সরিয়ে নিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী জানান, তিস্তা নদীর তীরে বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙ্গণ দেখা দিয়েছে। ভাঙ্গণ মোকাবেলায় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চরগোকুন্ডা বাসি তাদের বসতবাড়ি, জমি-জমা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট হস্তক্ষেপ কামনা করছে।
এই বিভাগের আরও খবর