লালমনিরহাট বার্তা
বাসে-ট্রেনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল
বিবিসি বাংলা | ১৯ নভে, ২০২৩, ৬:৩৭ AM
বাসে-ট্রেনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল

বাসে এবং ট্রেনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে রোববার শুরু হয়েছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপি ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল।

গত ২৮শে অক্টোবর ঢাকায় রাজনৈতিক রাজনৈতিক সংঘাতের পর বিএনপি একদিন হরতালের ডাক দিয়েছিল। এরপর থেকে পাঁচ দফায় মোট ১০দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

রোববার ভোর ছয়টা থেকে আনুষ্ঠানিকভাবে হরতাল শুরু হলেও আগের রাতেই জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে গত এক সপ্তাহে দু’টি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে যমুনা এক্সপ্রেসের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ঢাকা, কুমিল্লা এবং জয়পুরহাট জেলায় অন্তত পাঁচটি বাসে আগুন এবং একটি সিএনজি অটোরিক্সায় ককটেল হামলার খবর পাওয়া গেছে।

তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এদিকে, রোববার সকালে ঢাকার রাস্তায় যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে। এ অবস্থায় গণপরিবহন সংকটে অফিসগামী মানুষদের অনেকেই দুর্ভোগে পড়েন

এই বিভাগের আরও খবর