লালমনিরহাট বার্তা
রংপুরের ভাসমান-ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় নিতে স্কুলের উদ্বোধন
রংপুর অফিস | ২৬ অক্টো, ২০২৩, ১১:১১ AM
রংপুরের ভাসমান-ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় নিতে স্কুলের উদ্বোধন

রংপুর রেলস্টেশন এলাকার ভাসমান-ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় নিতে স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে রেলস্টেশনের একটি ভবনে এ স্কুলের উদ্বোধন করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি’র সভানেত্রী নাসিমা সুলতানা।

এ সময় পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামানসহ মেট্রো পুলিশের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জুম বাংলাদেশ স্কুলে রেলস্টেশন এলাকার ৪৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে মানসম্মত শিক্ষা প্রদান, একবেলা পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষা উপকরণ প্রদানসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বলেন, রংপুর নগরীর রেল স্টেশন এলাকায় মাদকের বিস্তার বাপক। এই মাদকের হাত থেকে রক্ষা পাচ্ছে না কোমলমতি শিশুরাও। তাদেরকে ভালো পরিবেশ ও সু-শিক্ষার আলোয় নিয়ে আসতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর