লালমনিরহাট বার্তা
রংপুরে বেগম রোকেয়া দিবস পালিত
রংপুর অফিস | ৯ ডিসে, ২০২১, ১১:৩৮ AM
রংপুরে বেগম রোকেয়া দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রংপুরে মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ১৯৩২ সালের একই দিনে তিনি কোলকাতায় মারা যান।
এ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। স্বাস্থ্যবিধি মেনে গতকাল সকলে রোকেয়ার স্মৃতি বিজড়িত জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসান ও মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পৃথকভাবে স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন। পরে একই স্থানে নারীর প্রতিসহিংসতা ও বাল্যবিবাহ রোধ সম্পর্কিত সেমিনার, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, পুরস্কার ও রোকেয়া পদক বিতরণ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর স্মৃতি কেন্দ্র সংলগ মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া চত্ত¡রে স্থাপিত বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ উপলক্ষ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসিবুর রশীদ। বেরোবি ভিসি তাঁর বক্তব্যে বলেন, আগামী বছর থেকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্মরণিকা প্রকাশ করা হবে। স্মরণিকায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত লেখক-গবেষকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বেগম রোকেয়া সম্পর্কিত প্রবন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেগম রোকেয়ার স্থায়ী ম্যুরাল স্থাপন করা হবে । তিনি বলেন, ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে বেগম রোকেয়া নারী জাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন। তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় পথপ্রদর্শক হয়ে থাকবে। সভায় লিখিত প্রবন্ধ পাঠ করেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ আলোচনায় অংশ নেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিঠাপুকুর শাখা সকালে একাডেমি প্রাঙ্গণে শিশু সমাবেশ, পুস্তক প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কণ ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করে। দুপুরে একই স্থানে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরও খবর