লালমনিরহাট বার্তা
লালমনিরহাট পৌরসভার সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প আওতায় স্টেকহোল্ডার পরামর্শ সভা
স্টাফ রিপোর্টার | ১৫ মে, ২০২৩, ১২:৫৬ PM
লালমনিরহাট পৌরসভার সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প আওতায় স্টেকহোল্ডার পরামর্শ সভা

১৫ মে সকালে পৌর শপিং কমপ্লেক্স হলরুমে লালমনিরহাট পৌরসভার সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প আওতায় স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন প্রস্তাবিত সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প এর আওতায় পৌরসভার গণ্যমান্য ব্যক্তি, টিএলসিসি’র সদস্য ও বিভিন্ন এনজিও প্রতিনিধি সমন্বয়ে স্টেকহোল্ডার পরামর্শ সভায় পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সভাপতিত্বে সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন সিনিয়র রিসোর্চ অফিসার মোস্তাফিজুর রহমান।

সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প নিয়ে পরামর্শ দেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম, মহিলা কাউন্সিলর সুজাতা বেগম প্রমূখ।

লালমনিরহাট পৌরসভা এলাকাসহ দেশের ৩টি সিটি কর্পোরেশন চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও ১৭টি পৌরসভা ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ,ফরিদপুর, কুষ্টিয়া, মাগুরা, চাপাইনবাবগঞ্জ, ভোলা, করিমগঞ্জ, মিরকাদিম, মিরপুর, নওহাটা, কাটাখালী, হারাগাছ পৌরসভায় সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে।

এই বিভাগের আরও খবর