লালমনিরহাট বার্তা
হিরো আলমের ওপর হামলা কালে পুলিশের গাফিলতি খতিয়ে দেখা হবে:আসাদুজ্জামান খাঁন
ভয়েস অফ আমেরিকা | ১৯ জুল, ২০২৩, ৫:১২ AM
হিরো আলমের ওপর হামলা কালে পুলিশের গাফিলতি খতিয়ে দেখা হবে:আসাদুজ্জামান খাঁন

বাংলাদেশের জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার সময় পুলিশের কোনো গাফিলতি আছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস লুইস-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হিরো আলমের ওপর হামলার কারণ জানতে চেয়েছিলেন। তাকে বলেছি, এখনো আমরা বলতে পারছি না, কেন এটা হয়েছে। একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে।:

আসাদুজ্জামান খাঁন বলেন, “আমরা দেখেছি নির্বাচন শেষে হিরো আলমের সঙ্গে কিছু লোকের বাকবিতণ্ডা হয় এবং দেখা যায় কিছু যুবক তার ওপর হামলা চালায়।” তিনি বলেন, “আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে জানিয়েছি, ইতোমধ্যে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও গ্রেপ্তার করা হবে।”

তিনি বলেন, “আমরা তদন্ত করে বের করার চেষ্টা করবো, কারা এমন শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করেছিলো।”

এই বিভাগের আরও খবর