চলতি অর্থবছরে পঞ্চগড় জেলার ৮১৯ জন চা-শ্রমিককে জনপ্রতি ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতর এসব আর্থিক সহায়তা প্রদান করে। আর্থিক সহায়তাপ্রাপ্ত চা-শ্রমিকদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার ৩২৮ জন, তেঁতুলিয়া উপজেলার ৪৫৫ জন ও আটোয়ারী উপজেলার ৩৬ জন।
উল্লেখ্য, সরকার ২০১৩-২০১৪ অর্থবছর থেকে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।