লালমনিরহাট বার্তা
ঠাকুরগাঁও জেলায় ৯ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
তথ্যবিবরণী | ২৮ মার্চ, ২০২৪, ৭:৩০ AM
ঠাকুরগাঁও জেলায় ৯ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের মোট ৯ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি বিভাগের উদ্যোগে গত দুদিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় সরকারের কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

এ কার্যক্রমের আওতায় পীরগঞ্জ উপজেলায় ৩ হাজার ২০০ জন কৃষকের প্রত্যককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ৮০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়েছে। একই কার্যক্রমের আওতায় রাণীশংকৈল উপজেলার ৩ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়া ৭৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ ও সার প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর