লালমনিরহাট বার্তা
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
রংপুর অফিস | ১২ মে, ২০২৩, ১২:৪৬ PM
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রæপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় নিলয় নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার গ্রæপের সঙ্গে সাধারণ সম্পাদক শামীম মাহফুজের গ্রæপের বাগবিতন্ডা থেকে এই উত্তেজনার সৃষ্টি হয়। এরই রেশ ধরে বৃহস্পতিবার রাত দশটার দিকে সাধারণ সম্পাদক গ্রæপের নিলয়কে ধাওয়া দেয় সভাপতি গ্রæপের কয়েকজন।

এ খবর জানাজানি হলে ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে সভাপতি ও সম্পাদক পক্ষের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাধারণ সম্পাদক গ্রুপের নিলয় আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেন জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর