লালমনিরহাট বার্তা
ভেনিসে পর্যটক-বাস খাদে, মৃত ২১
ডয়চে ভেলে | ৫ অক্টো, ২০২৩, ৬:৩৪ AM
ভেনিসে পর্যটক-বাস খাদে, মৃত ২১

ওভারপাস দিয়ে যাওয়ার সময় বাসটি নিচে পড়ে যায়। তারপরই তাতে আগুন লেগে যায়। ২১ জন মারা গেছেন। আহত ১৮ জন।বাসটিতে পর্যটকরা ছিলেন। শহরের মেয়র জানিয়েছেন, ''ভয়ংকর দুর্ঘটনা। বাসে অনেকে ছিলেন। বর্ণনা করার কোনো ভাষা নেই।''

মেয়র সরকারি টেলিভিশনে জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতরে এখনো মানুষ আটকে আছেন। উদ্ধারের কাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। ভেনিসের শহরতলি মেস্ত্রেতে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিও থেকে দেখা গেছে, বাসটি নিচে উল্টো হয়ে পড়ে আছে। তার থেকে ধোঁয়া বেরোচ্ছে। পাশেই রেললাইন।সংবাদসংস্থা এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতদের মধ্যে দুইটি শিশুও আছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, বাসটিতে মূলত ইউক্রেন ও জার্মানির পর্যটকরা ছিলেন। ভেনিসের কর্মকর্তা বোসারো জানিয়েছেন, বাসটি ক্যাম্প অফিসে যাচ্ছিল। তাতে মূলত ইউক্রেনের মানুষ ছিলেন।

ইটালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি শোকস্তব্ধ।

এই বিভাগের আরও খবর