লালমনিরহাট বার্তা
অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে একজনের জরিমানা
স্টাফ রিপোর্টার, আদিতমারী | ৩ মার্চ, ২০২৪, ১১:০৮ AM
অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে একজনের জরিমানা

বোমা মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শওকত আলী (৩৮) নামে এক মেশিন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর মাঝিটারী এলাকায় দিঘি হতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে রাস্তায় বালু উত্তোলন করতেছিল এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে উজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে মেশিন মালিকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজের সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করেনভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী।

দন্ডপ্রাপ্ত শওকত ওই এলাকার লাভলু মিয়া ছেলে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালুর মালিক শওকতকে সতর্ক করে মেশিন সড়াতে বলা হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিককে জানান, যান্ত্রিক উপায়ে যে কেউ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যামান আদালত আগামী দিনেও অব্যহত থাকবে।

এই বিভাগের আরও খবর