লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার | ৩ মার্চ, ২০২৪, ১১:৩৬ AM
লালমনিরহাটে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

আত্মবিশ্বাসে আত্মরক্ষা" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের নারী অঙ্গসংগঠন "বহ্নিশিখা" লালমনিরহাট সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত বলীয়ান নারী তৈরিতে "আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন" ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধনি অনুষ্ঠান রবিবার (৩ মার্চ) সকালে লালমনিরহাট সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়।

এসময় বহ্নিশিখা লালমনিরহাট এর সমন্বয়ক মিথিলা ফারজানার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইউসুফ আলী অধ্যক্ষ লালমনিরহাট সরকারি কলেজ। আমন্ত্রিত অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌসী বেগম বিউটি, বিদ্যোৎসাহী কবি উপদেষ্টা গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু ইমাম রাশেদুন্নবী, এবিএম ফেরদৌস সম্পাদক শিক্ষক পরিষদ, শাহাদাত হোসেন উপদেষ্টা গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখা, আরমান রহমান উপদেষ্টা গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখা, তাজুল ইসলাম উপদেষ্টা গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখা, রেদোয়ান হোসেন রাঙ্গা কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য  গ্রীন ভয়েস প্রশিক্ষক, সাথি রানী রায় তায়কোয়নদো অ্যাসোসিয়েশন লালমনিরহাট ।

এই বিভাগের আরও খবর