লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস
স্টাফ রিপোর্টার | ৩ এপ্রি, ২০২৪, ১১:২৬ AM
লালমনিরহাটে জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস

লালমনিরহাট জেলা পরিষদ উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমপির (ব্যক্তিতগ সহকারী) এপিএস আবু বক্কর সিদ্দিক। তিনি মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি লালমনিরহাট ১আসনের এমপি মোতাহার হোসেনের এপিএস।

বেসরকারি ফলাফলে মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন ২৮২ ভোট। তাঁর নিকটতম প্রার্থী সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন ২৭৩ ভোট। মোট ৯ ভোট বেশি পেয়ে মোঃ আবু বক্কর সিদ্দিক বেসরকারি ফলাফলে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এদিকে বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলার ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৬টি কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেছেন। উপ-নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীক, মোঃ আশরাফ হোসেন বাদল (চশমা) প্রতীক, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস) প্রতীক, মোঃ মমতাজ আলী (মোটর সাইকেল) প্রতীক এবং সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীক এ নির্বাচন করছেন। ৫টি উপজেলা, ২টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের ৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬শ ২৪জন।

উল্লেখ্য যে, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান থেকে অ্যাড. মোঃ মতিয়ার রহমান পদত্যাগ করায় শুন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর