লালমনিরহাট বার্তা
বাংলাদেশ আজ উন্নয়নে সারা বিশ্বে রোল মডেল -সমাজকল্যাণ মন্ত্রী
স্টাফ রিপোর্টার | ১৯ অক্টো, ২০২৩, ৮:০৩ AM
বাংলাদেশ আজ উন্নয়নে সারা বিশ্বে রোল মডেল -সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি বলেছেন,বাংলাদেশ আজ উন্নয়নে সারা বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জি,আর চালের ডিও ও সমাজকল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত তহবিল হতে ১১৬ টি পূজামন্ডপে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরো বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রীতে হায়ানার দল রাজাকার আলবদরা তারা কাপুরুষের মত অতর্কিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতার চেতনা ভুলন্ঠিত করতে চেয়েছিল। ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে সফল হলেও বাস্তবে সফল হয়নি।

তিনি আরো বলেন,এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তারা বসবাস করেন। তারা স্ব স্ব ধর্ম পালনে যাতে ষড়যন্ত্রকারীরা তাদের ধর্ম পালনে বাঁধা প্রদান করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে। সরকার কর্তৃক নির্দেশনা মতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগাতে হবে।

নুরুজ্জামান আহমেদ আরো বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক শ্রেনীর মানুষ দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাদের বিরুদ্ধে সকলকে স্বোচ্ছার হতে হবে। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে এদেশের প্রধানমন্ত্রীর আসনে বসাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি,আর সারোয়ারের সভাপতিত্ব আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এস নীল কমল রায়, সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলম,ওসি মোজাম্মেল হক প্রমুখ।

এই বিভাগের আরও খবর