লালমনিরহাট বার্তা
রংপুরে পুলিশের বাধার মুখে মাত্র দুই মিনিটের কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ
রংপুর অফিস | ১০ ডিসে, ২০২৩, ১১:৪৯ AM
রংপুরে পুলিশের বাধার মুখে মাত্র দুই মিনিটের কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ

রংপুরে পুলিশের বাধার মুখে মাত্র দুই মিনিটের কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। রোববার (১০ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে সরকারবিরোধী আন্দোলনে থাকা সংগঠনটি।

গণতন্ত্র মঞ্চের নেতারা ব্যানার নিয়ে ফটোসেশন করার সময় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,শর্তসাপেক্ষে আমাদেরকে মানববন্ধনে দাঁড়ানোর অনুমতি দিয়েছে পুলিশ। আমরা কথা বলতে পারব না।২ মিনিটের কন্ডিশন, শুধু ছবি তোলে চলে যেতে হবে।সংক্ষিপ্ত পরিসরের এ মানববন্ধনে ১০-১২ জন অংশ নেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা লড়াই-সংগ্রাম করছি।পুলিশের বাধা সৃষ্টি করার কারণে আমরা কথা বলতেও পারছি না।

এদিকে বেলা পৌনে ১২টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। পুলিশ এই সময় তৎপর হয়ে ওঠে এবং পুলিশের চাপের মুখে মাত্র দুই মিনিটে নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি শেষ করে চলে যান।

এর আগে বিএনপির পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি ঘিরে সকাল থেকেই রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ নিরাপত্তা ও টহল জোরদার করা হয়। বিএনপি অফিসের আশপাশে দলীয় নেতাকর্মীদের কাউকে অবস্থান করতে দেখা যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাহফুজার রহমান বলেন, মানববন্ধন সমাবেশ কর্মসূচির ব্যাপারে গণতন্ত্র মঞ্চ কোনো অনুমতি নেয়নি।তারা অনুমতি ছাড়াই কর্মসূচি পালন করেছে। পুলিশ তাদের কোনো বাধা দেয়নি।

এই বিভাগের আরও খবর