লালমনিরহাট বার্তা
ফটোশপে নতুন জেনারেটিভ এআই ফিচার
ইত্তেফাক | ৩১ জুল, ২০২৩, ৫:৪১ AM
ফটোশপে নতুন জেনারেটিভ এআই ফিচার

এডোব তাদের নিজস্ব জেনারেটিভ এআই ফায়ারফ্লাই নিয়ে কাজ করছে। ফটোশপ এবার আনক্রপ ফিচার আনছে। ক্রপ ফিচারটি অনেকেরই জানা। কিন্তু আনক্রপ কিভাবে কাজ করবে? এডোব জানাচ্ছে ছবির ক্ষেত্রে নতুন এই ফিচারটি নতুন সম্ভাবনা জোগাতে পারে।দেখা গেলো কেউ একটি ছবি ব্যবহার করতে গিয়ে আবিষ্কার করলেন ওই ছবিটির অ্যাসপেক্ট রেশিও ঠিক নেই। তাছাড়া ওই ছবির বিস্তারিতও জানা নেই। তখন জেনারেটিভ এআই ফিচার ব্যবহার করে সহজেই ছবি বের করে আনতে পারবে। নতুন অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী একদম নিখুঁত ছবি পাওয়া যাবে।

জেনারেটেড ফটোশপ সম্প্রতি জনপ্রিয় হতে শুরু করেছে। ফিল্টারিং এর মাধ্যমে জেনারেটিভ লেয়ার যুক্ত করা যাবে।

এই বিভাগের আরও খবর