লালমনিরহাট বার্তা
মহাকাশে মানুষ নয়, রোবট পাঠানোই সাশ্রয়ী
ডয়চে ভেলে | ২৭ মার্চ, ২০২৪, ১২:৪১ PM
মহাকাশে মানুষ নয়, রোবট পাঠানোই সাশ্রয়ী

যে কাজ রোবট করতে পারে, তার স্থানে মানুষ পাঠানো স্রেফ জনগণের টাকার অপচয়, এমনটা মনে করেন যুক্তরাজ্যের জ্যোতির্বিজ্ঞানী মার্টিন রিস৷

যাদের পকেটের জোর বেশি ও মহাকাশে ঘুরে আসার ইচ্ছে রয়েছে, সেই সব ধনকুবেরদের জন্যেই তোলা থাক মহাকাশের রহস্য উদঘাটন, বলেন যুক্তরাজ্যের অ্যাস্ট্রোনমার রয়্যাল মার্টিন রিস৷

ব্রিটেনের হাউস অফ লর্ডসের সদস্যরা লর্ড স্পিকারের ‘কর্নার' পডকাস্ট অনুষ্ঠানে মার্টিন রিস বলেন, ‘‘মানুষবাহী মহাকাশযানের বিষয়টি টাকা ব্যয়ের দিক থেকে সার্থক কি না, তা নিয়ে আমি সন্দিহান৷ ৫০ বছর আগে যে কাজ করতে মানুষ লাগতো, আজ সেই কাজ রোবট করতে পারছে৷ ফলে, মানুষকে মহাকাশে পাঠানোর যৌক্তিকতা দিন দিন কমছে৷''

বর্তমানে, অ্যাস্ট্রোনমার রয়্যাল পদটি পুরোপুরি সরকারি পদ নয়, বরং কিছুটা সাম্মানিক৷ রাজপরিবারকে পরামর্শ দেবার জন্য ১৬৭৫ সালে এই পদটি চালু করেন রাজা দ্বিতীয় চার্লস৷ সেই থেকে এই পদকে আলোকিত করেছেন দেশের নামী বিজ্ঞানীরা৷

‘অতি উচ্চমাত্রার ঝুঁকি' নিতে যে ব্যক্তিরা প্রস্তুত, তাদের উচিত মহাকাশ যাত্রার জন্য পকেটের টাকা খরচ করা৷ শুধু জনগণের দেওয়া করের ওপর এমন যাত্রা করা উচিত নয় বলে মনে করেন রিস৷

যুক্তরাজ্যের মহাকাশ যাত্রা যেমন

যুক্তরাজ্যের মহাকাশ বিজ্ঞানীরা এত দিন যাত্রীসহ প্রকল্পের তুলনায় মহাকাশ গবেষণার দিকে বেশি জোর দিতেন৷ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের সোয়ুস টিএম-১২ মিশনে যোগদানের পর, হেলেন শারমান মহাকাশে পা রাখা প্রথম ব্রিটিশ নাগরিক হিসাবে নিজের নাম লেখান৷

তার ২৪ বছর পর ইউরোপিয়ান স্পেস এজেন্সির দলের সদস্য হয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এ পৌঁছান আরেক ব্রিটিশ নাগরিক, টিম পিক৷

নাসার একাধিক প্রকল্পের জন্য মহাকাশে উড়ে যাওয়া চারজন মার্কিন নাগরিকেরও জন্মস্থান এই যুক্তরাজ্য৷

আরো যা বললেন অ্যাস্ট্রোনমার রয়্যাল

১৯৯৫ সালে এই পদে নিযুক্ত হন মার্টিন রিস৷ ইলন মাস্ক যেভাবে রকেট ও বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় সাফল্য এনেছেন, তার প্রশংসা করলেও মাস্কের মঙ্গল গ্রহে বসতি গড়ার প্রস্তাবের সাথে সহমত নন তিনি৷

রিস বলেন, ‘‘নাসার জন্য সাশ্রয়ী রকেট বানানোর ক্ষেত্রে অন্যান্য বড় সংস্থা বা বাণিজ্যিক গোষ্ঠীর চেয়ে সে অনেক ভালো কাজ করেছে৷ তার বানানো রকেটগুলির পুনর্ব্যবহার সম্ভব৷ ফলে মহাকাশে কিছু অনেক কম খরচে পাঠানো যাবে৷''

এই বিভাগের আরও খবর