লালমনিরহাট বার্তা
কারামুক্ত হলেন আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা
বার্তা অনলাইন ডেস্ক | ৭ ডিসে, ২০২৩, ৮:৪৭ AM
কারামুক্ত হলেন আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারগারে বন্দি ছিলেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি কারাগার থেকে বের হন। গাজীপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, ২০২১ সালের ২৪ মে রাতে আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আলোচিত এই বক্তাকে গ্রেপ্তার করে সিটিটিসি। গ্রেপ্তারের পরদিন হামজাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিটিটিসি।

আমির হামির হামজার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর