লালমনিরহাটের হাতীবান্ধায় ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ এর আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রায় ৫৮ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ভারতীয় মদ ১৪৭৯ বোতল, মদ জুস ৪৩৮ প্যাকেট, লোকাল মদ ৪৬ লিটার, স্কাপ সিরাপ ১০৪৭ বোতল, গাঁজা ৭৫ কেজি, ফেন্সিডিল ৪৫৯৭ বোতল ও ইয়াবা, ভারতীয় সিগারেট, ট্যাপেন্ডাল ট্যাবলেট ও রয়েছে। যার আনুমানিক মুল্য ৫৭ লক্ষ ৮৮ হাজার ২ শত পঞ্চাশ টাকা।
মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় ৬১ বিজিবি তিস্তা-২ এ ধবংস করনের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি, এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ পিএসসি,তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম , পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, হাতীবান্ধা উপজেলা ভুমি সহকারী কমিশনার লোকমান হোসেন সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।