লালমনিরহাট বার্তা
২০২৪ সালে প্রতিমাসে নির্ধারণ হবে পেট্রোল-ডিজেলের দাম
বার্তা অনলাইন ডেস্ক | ১০ ডিসে, ২০২৩, ২:৩৯ PM
২০২৪ সালে প্রতিমাসে নির্ধারণ হবে পেট্রোল-ডিজেলের দাম

প্রতি মাসে পেট্রোল, অকটেন ও ডিজেলের বিষয়ে আন্তর্জাতিক বাজারে যেভাবে ডায়নামিক প্রাইসিং হয় সেভাবেই আগামী বছরের মাঝামাঝি থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী বছরে আমরা ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। প্রতি মাসে ইনডেক্সিংয়ের ওপর নির্ভর করে মূল্য নির্ধারণ করা হবে। প্রতি মাসে পেট্রোল, অকটেন ও ডিজেল এ তিনটি বিষয়ে আন্তর্জাতিক মান রক্ষা করে। আন্তর্জাতিক বাজারে যেভাবে ডায়নামিক প্রাইসিং হয় সেভাবেই আগামী বছরের মাঝামাঝি থেকে শুরু হবে।

লালমনিরহাট বার্তা /এম.কে

এই বিভাগের আরও খবর