লালমনিরহাট বার্তা
করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টারঃ | ১ সেপ, ২০২১, ১০:৩৫ AM
করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালা
করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পরুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইন সমূহের বহুল প্রচারের নিমিত্তে ১লা সেপ্টেম্বর জেলা প্রশাসকের সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ রাশেদুল হক প্রধান। বিষয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে আলোচনা করেন প্রোগ্রামার অনিমেষ বসুনিয়া। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন দপ্তরের উপ-পরিচালক শামিম আশরাফ, বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুর রব সুজন, সাংবাদিক মাজেদ মাসুদ, সাংবাদিক আনিছুর রহমান লাডলা প্রমুখ।
কর্মশালায় নিজ এলাকায় নাগরিকদের সচেতনতা কার্যক্রম পরিকল্পনা, করোনা ভাইরাস বিষয়ক ডিজিটাল কনটেন্ট, ফেসবুকে যোগাযোগ স্থাপন ও ফেসবুকে পেইড পার্টনারশিপে পোস্ট, নির্বাচিত ডিজিটাল সেবা সমূহ অর্থ্যাৎ ই গর্ভনেন্স নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর