লালমনিরহাট বার্তা
সংকটে জর্জরিত হাইতি থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
বার্তা অনলাইন ডেস্ক | ১৮ মার্চ, ২০২৪, ৬:৫৫ AM
সংকটে জর্জরিত হাইতি থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সংকটে জর্জরিত হাইতি থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। রোববার ৩০ জনেরও বেশি মার্কিন নাগরিক সরকারের ভাড়া করা বিমানে করে ফ্লোরিডায় অবতরণ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই কথা জানিয়েছে।

গত কয়েক সপ্তাহের দলবদ্ধ সহিংসতায় ক্যারিবিয়ান দেশটি অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে।

মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, বিমানটি হাইতির বন্দর নগরী ক্যাপ হাইতিয়েন থেকে ছেড়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এইসব নাগরকিকে নিরাপদে ক্যাপ হাইতিয়েন ত্যাগে সহায়তা করেছে।

উল্লেখ্য, সশস্ত্র গ্রুপগুলো গত কয়েক সপ্তাহ ধরে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের অধিকাংশ এলাকা দখলে নিয়ে ব্যাপক সহিংসতা চালিয়ে আসছে।

এই প্রেক্ষিতে পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশটির রাজধানী ও এর আশেপাশে মাসখানেক ধরে জরুরি অবস্থা জারি রয়েছে। এছাড়া চলছে রাত্রিকালীন কারফিউ।

এই বিভাগের আরও খবর