লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে এসবিএফ নাসিং ইনস্টিটিউটে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার | ২১ নভে, ২০২৩, ১০:০৯ AM
লালমনিরহাটে এসবিএফ নাসিং ইনস্টিটিউটে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

 ২১ নভেম্বর দিনব্যাপী এসবিএফ নাসিং ইনস্টিটিউট লালমনিরহাট এর নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও ২য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

2.jpg
2.jpg

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসবিএফ নাসিং ইনস্টিটিউট লালমনিরহাট এর পরিচালক (এইচআর) গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, গর্ভনিং বডির সদস্য এ কে এম কামরুল হাসান বকুল, লালমনিহাট নাসিং কলেজের অধ্যক্ষ আফসানা বেগম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন এসবিএফ নাসিং ইনস্টিটিউট লালমনিরহাট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমৃত কুমার বর্মন।

3.jpg
3.jpg

এতে এসবিএফ নাসিং ইনস্টিটিউট লালমনিরহাট এর শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রীত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর