লালমনিরহাট বার্তা
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল
ইত্তেফাক | ৩ অক্টো, ২০২৩, ১:০৯ PM
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের পশ্চিমাঞ্চল। দেশটির রাজধানী কাঠমাণ্ডুতেও ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল দেশটির বাঝাং জেলা।নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এরপর বিকেল ৩টা ৬ মিনিটে শক্তিশালী আরেকটি ভূমিকম্প হয়। এটার মাত্রা ছিল ৬ দশমিক ৩। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে। নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠে

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস নেপালে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ ও ৫ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে।

ইউএসজিএস বলছে, নেপালের দিপায়াল শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দিয়াপাল থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

এই বিভাগের আরও খবর