লালমনিরহাট বার্তা
জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পেতে নদী দখল ও দূষণ মুক্ত করতে হবে -ডেপুটি স্পিকার
স্টাফ রিপোর্টারঃ | ২২ সেপ, ২০২২, ৭:০১ AM
জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পেতে নদী দখল ও দূষণ মুক্ত করতে হবে -ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পেতে নদী দখল ও দূষণ মুক্ত করতে হবে। এজন্য জনগণকে সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি গত ২১ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আয়োজনে জাতীয় সংসদ পার্লামেন্ট এল ডি হলে “জলবায়ু সংকট মোকাবেলায় নদীর গুরুত্ব” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সেমিনার ভার্চুয়ালি উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যলয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ আজম। সভাপতিত্ব করেন নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত। স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি একরাম ইলাহি শাজসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

ডেপুটি স্পিকার ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ
ডেপুটি স্পিকার ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ

প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক ড. শামিম আহমেদ দেওয়ান, সংগঠনের সহ-সভাপতি ড. ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমান।

ধনবাদ জ্ঞাপন করেন সহ-সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালন করেন সহ-সভাপতি ড. মোহসিন আলী মন্ডল ও যুগ্ন সম্পাদক ডা. বোরহার উদ্দিন।

এই বিভাগের আরও খবর