লালমনিরহাট বার্তা
হাইতিতে সান্ধ্য আইন, জরুরি অবস্থা জারি
বাসস | ৪ মার্চ, ২০২৪, ৭:১৩ AM
হাইতিতে সান্ধ্য আইন, জরুরি অবস্থা জারি

হাইতি সরকার রোববার রাত্রিকালীন সান্ধ্য আইন এবং জরুরি অবস্থা জারি করেছে।

রাজধানীর প্রধান কারাগারে সশস্ত্র দলের হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার পর হাইতি সরকার রোববার এই পদক্ষেপ নিয়েছে।

এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সান্ধ্য আইন সন্ধ্যে ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এই সান্ধ্য আইন রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে।

অবস্থার প্রেক্ষিতে উভয় পদক্ষেপের মেয়াদ বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর