লালমনিরহাট বার্তা
আদিতমারীতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত যুবকের ভারতে মৃত্যু
স্টাফ রিপোর্টার, আদিতমারী | ২৮ মার্চ, ২০২৪, ৬:৩৮ AM
আদিতমারীতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত যুবকের ভারতে মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত গরু পাড়াপাড়কারী রাখাল লিটন মিয়া (১৯) চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছেন।

নিহত লিটন মিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টায় ভারতের কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে দূর্যোগপূর্ণ আবহাওয়া ছিলো। লিটন মিয়াসহ কয়েকজন ডাঙ্গোয়াল ভারত থেকে গরু আনছিলেন। আর লিটন মিয়া সীমান্তে ডাঙ্গোয়াল হিসেবে কাজ করতেন এবং ভারত থেকে গরু আনতেন। উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকায় দিয়ে ঘটনার দিন রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু আনার চেষ্টা করলে ভারতীয় এসময় ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানা কৈমারী রারথার ক্যাম্পের ৭৫ বিএসএফ ব্যাটলিয়ানের টহল দল তাদের দল তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়ে। করে এতে লিটন মিয়া নামের ০১ জন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। বিএসএফ সদস্যরা লিটন মিয়াকে আহত অবস্থায় ভারতের সদস্যরা এমজেএম হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা যায় বলে বিজিবি'র সূত্রে জানা যায়।

দুই দেশের পতাকা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (২৭ মার্চ) ১০ টায় ৩০ মিনিটে জাওরানী ৯২৩/ ৩ এইচ পিলার কাইতার বাড়ি সিমান্ত ক্যাম্পে লিটনে লাশ হস্তান্তর করেন বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় পুলিশ লিটনের কফিনে মোড়ানো মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কাছে ফেরত দেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মৃত বাংলাদেশি যুবকের মরদেহ ভারতীয় পুলিশের কাছ থেকে বুঝে নিয়ে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশি যুবক লিটনের মৃত্যুর ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটনোর প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতীয় পুলিশ মৃতের মরদেহ আমাদের পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর