লালমনিরহাট বার্তা
এনসিসি-এসবিএফ নার্সিং কলেজ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশেষ প্রতিনিধি | ১৮ মার্চ, ২০২৩, ৯:১৩ AM
এনসিসি-এসবিএফ নার্সিং কলেজ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর

নারায়নগঞ্জে এনসিসি-এসবিএফ নার্সিং কলেজ প্রতিষ্ঠায় গত ১৬ ই মার্চ, ২০২৩ ইং সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনর (এসিসি) মেয়র সেলিনা হায়াৎ আইভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক স্কোয়াডেন লিডার (অব.) সাজ্জাদ রাসেদ।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে চীফ অপারেটিং অফিসার (সিওও) সাবেক সচিব হোসনে আরা বেগম। এসময় সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম। সোনার বাংলা ফাউন্ডেশনের চীফ ফাইন্যান্স অফিসার সুফি হায়দার জুলফিকার রহমান, পরিচালক (উন্নয়ন) আব্দুল্লাহ আল মামুন , হেড অব অপারেশনস ্প্রকৌশলী আল ইমরান সরকার সহ উভয় সংস্থার অন্যান্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের নগর মাতৃসদন হাসপাতালে আন্তজাতিক মানের লেখাপড়া আবাসনসহ সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নার্সিং কলেজ স্থাপিত হবে। আগামী ২০২৪ সালে এই কলেজের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য নারায়নগঞ্জনগর স্বাস্থ্য কেন্দ্রে এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের মাধ্যমে স্বল্প খরচে উন্নত মানের কিডনি ডায়ালাইসিস সেবা কার্যক্রম চলছে।

এই বিভাগের আরও খবর