লালমনিরহাট বার্তা
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সিনেসিস আইটির সমঝোতা চুক্তি
অনলাইন বার্তা ডেস্ক | ৩০ আগ, ২০২১, ৪:২০ PM
জাতীয় দক্ষতা  উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সিনেসিস আইটির সমঝোতা চুক্তি
জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার পূর্বাভাস সম্পর্কিত তথ্য প্রকাশ এবং খাতভিত্তিক তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা চুক্তি করেছে সিনেসিস আইটি। এই চুক্তির মাধ্যমে রবিবার থেকে “জাতীয় স্কিলস পোর্টাল স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ” শিরোনামে পরামর্শক সেবা ক্রয়ের নিমিত্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সিনেসিস আইটি।

এই চুক্তির অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার পূর্বাভাস সম্পর্কিত তথ্য এবং খাতভিত্তিক দক্ষতা তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য কর্মকৃতি নির্দেশক, অভিন্ন প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সমন্বয় ও মূল্যায়নসহ প্রযুক্তিগত সকল ধরনে সহায়তা করবে সিনেসিস আইটি।

সিনেসিস আইটি লিমিটেডের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মো. নূরুল আমিন, সদস্য (প্রশাসন ও অর্থ)।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, সদস্য (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. নূরুল আমিন, সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) যুগ্ম সচিব আলিফ রুদাবা, পরিচালক (অর্থ) ড. জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক (এইচআরএম ও প্রকিউরমেন্ট) মোহাম্মদ মাহফুজুর রহমান, সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, আইটি পরামর্শক মামুনুর রহমান।

সিনেসিস আইটি লিমিটেড বাংলাদেশের প্রথম সারির আইটি প্রতিষ্ঠান যা সিএমএমআই লেভেল ৩, আইএসও ২৭০০১ এবং আইএসও ৯০০১ এ সনদ প্রাপ্ত । ১৫ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন সিনেসিস আইটিতে রয়েছে ৫৫০ এরও অধিক কর্মচারী যারা তাদের দক্ষতার সাথে দেশের উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
এই বিভাগের আরও খবর