লালমনিরহাট বার্তা
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রে বিধিনিষেধ-সংক্রান্ত নির্দেশনা জারি
তথ্যবিবরণী | ২২ এপ্রি, ২০২৪, ১১:১১ AM
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রে বিধিনিষেধ-সংক্রান্ত নির্দেশনা জারি

৪৬তম বিসিএস, ২০২৩-এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬শে এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকা-সহ সাতটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর মহানগরীর ১৮ (আঠারো)টি পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে ২৬শে এপ্রিল সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

উল্লেখ্য, ৪৬তম বিসিএস, ২০২৩-এর প্রিলিমিনারি পরীক্ষা রংপুর মহানগরীর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, কারমাইকেল কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, ধাপ সাতগাড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর মডেল কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ, সমাজকল্যাণ বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর