লালমনিরহাট বার্তা
পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর
ডয়চে ভেলে | ৩ অক্টো, ২০২৩, ১১:৫৪ AM
পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর

তারা হলেন যুক্তরাষ্ট্রের পিয়েরে আগোস্তিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউসজ এবং ফ্রান্সের অ্যান ল'হুইলিয়ের৷সুইডেনের রাজধানী স্টকহোমে মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস৷

পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেয়া হয়৷

এর আগের বছর অর্থাৎ ২০২২ সালেও পদার্থবিদ্যায় সম্মিলিতভাবে তিন বিজ্ঞানীকে নোবেল দেয়া হয়েছিল৷ তারা হলেন: ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অষ্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার৷ বেল ইনিকোয়ালিটিস অ্যান্ড পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন

এর আগে গতকাল চিকিৎসাবিজ্ঞানেনোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়৷ চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন কারিকো ও ড্রু ওয়েজমান৷ নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে তাদের আবিষ্কারের জন্য এ বছর তারা নোবেল পুরস্কার পান, যেটি কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনে সহায়তা করেছে৷

এই বিভাগের আরও খবর