লালমনিরহাট বার্তা
রংপুরে বিড়ি শিল্পে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রংপুর অফিস | ২৮ মার্চ, ২০২৪, ১২:২৯ PM
রংপুরে বিড়ি শিল্পে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিড়ি শিল্পের শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বৃহত্তর রংপুর অঞ্চলের বিড়ি শ্রমিকরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর কালেক্টর সুরভি উদ্যানের সামনে বিরাট এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আমলে বিড়ি শিল্পে কোনো ট্যাক্স ছিলো না, তাই বর্তমানেও এ শিল্পে ট্যাক্স থাকার কথা নয়। বক্তারা বিড়ি শিল্পে অগ্রিম আয়কর প্রত্যাহার, বিদেশি কোম্পানির নিম্নস্তরের সিগারেট উৎপাদন বন্ধ এবং এই শিল্পে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানান।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক হারিক হোসেন, সহ সভাপতি জামিল আখতার,আনোয়ার হোসেন, লুৎফর রহমান, যুগ্ন সম্পাদক আব্দুল গফুর ও বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু।

মানববন্ধন কর্মসূচিতে বৃহত্তর রংপুর অঞ্চলের কয়েকশত নারী ও পুরুষ বিড়ি শ্রমিক অংশ নেন। পরে বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ তাদের দাবি সম্বলিত একটি স্মারক লিপি রংপুর জেলা প্রশাসক বরাবর প্রদান করেন।

এই বিভাগের আরও খবর