লালমনিরহাট বার্তা
পাটগ্রামে কৃষি ঋণ মেলা অনু‌ষ্ঠিত
স্টাফ রিপোর্টার | ২৯ নভে, ২০২২, ৮:১৯ AM
পাটগ্রামে কৃষি ঋণ মেলা অনু‌ষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রামে কৃষি ঋণ মেলা করা হয়েছে। উপজেলা কৃষি ঋণ কমিটি ও ৮ টি ব্যাংক এবং উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন অডিটরিয়ামে এ মেলার আয়োজন করা হয়।

কৃষি ঋণ মেলা উপলক্ষে আলোচনা সভা ও ঋণ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে- উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক বাবর আলী, জনতা ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুল মতিন, রুপালী ব্যাংক লিমিটেডের লালমনিরহাট জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এসএম আবুল হাসান, সোনালী ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম প্রিন্সিপাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াহেদুন্নবী, জনতা ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম এরিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) এম সামছুল আলম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লালমনিরহাট জোনের জোনাল ব্যবস্থাপক খাইরুল ইসলাম ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রংপুর অ লের সহকারী মহাব্যবস্থাপক আলী আবু রায়হান উপস্থিত ছিলেন।

পাটগ্রাম উপজেলার ১২ টি শাখা এ কৃষি ঋণ মেলায় অংশ গ্রহন করে। মেলায় ৫৮ জন কৃষকের মধ্যে ৬০ লাখ টাকা প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর