জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট এর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের টি২০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত
বার্তা ডেস্কঃ | ৬ জানু, ২০২২, ২:৫৪ PM
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২১-২২ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, লালমনিরহাট এর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের T20 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন বালক অংশগ্রহন করে । প্রতিযোগিতায় লালমনিরহাট সবুজ দল টসে জয়ী হয়ে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ৭৭ রান করতে সক্ষম হয়ে । নীল দল রান তারাকরতে নেমে ৫ উইকেটে ৭৫ রান করতে সক্ষম হয় এবং নীল দল লালদলকে ২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন ক্যাপ্টেন অবঃ আজিজুল হক বীরপ্রতিক, লালমনিরহাট । বিশেষ অতিথি মোহসিনা বেগম মিনা, সাধারণ সম্পাদিকা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, লালমনিরহাট, সুপেনদ্রনাথ দত্ত, নির্বাহী পরিচালক, প্রতিবন্ধি কল্যান সমিতি লালামনিরহাট । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার, লালমনিরহাট । সার্বিক ব্যাবস্থায় ছিলেন মোঃ আসাদুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা, লালমনিরহাট । (প্রেস বিজ্ঞপ্তি)