লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে বিএনপির ঢিলেঢালা হরতাল
স্টাফ রিপোর্টার | ১৯ নভে, ২০২৩, ১০:১০ AM
লালমনিরহাটে বিএনপির ঢিলেঢালা হরতাল

লালমনিরহাটে ঢিলেঢালা ভাবে চলছে বিএনপির ডাকা হরতাল। তালাবন্ধ অবস্থায় রয়েছে বিএনপির জেলা কার্যালয়। এদিকে হরতালের সমর্থনে শহর ও জেলার পাচ উপজেলায় সকাল থেকে কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে জেলার বড়বাড়ীতে হরতালের সমর্থনে মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে লালমনিরহাট শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে সর্বত্র অটোরিকশা, গণপরিবহন চলাচল করছে। শহরে যানচলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংকটে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস লালমনিরহাট ছেড়ে যায়নি।

লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরের ব্যবসায়ী মধু রায় বলেন, শহরে হরতালের প্রভাব নেই। তবে সাধারণ মানুষ আতংকিত থাকায় উপস্থিতি কিছুটা কম। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে।

লালমনিরহাট ট্রাক, ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, বিএনপির ঢাকা হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মাঠে নেই। তবুও সাধারণ মানুষের মাঝে কিছুটা আতংক রয়েছে। এছাড়া অবরোধ ও হরতালের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ট্রাকের সংখ্যা কিছুটা কমেছে। এতে অনেক শ্রমিকের আয় কমে যাওয়ায় মানবতার দিন কাটাচ্ছেন তারা ।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, জনগণের নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। কেউ অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

এই বিভাগের আরও খবর